প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:41 PM
আপডেট: Tue, Jul 1, 2025 3:14 PM

দেশের রাজনীতির মাঠে আর্জেন্টিনা-ব্রাজিল!

মিরাজুল ইসলাম: বাংলাদেশের প্রেক্ষিতে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই রাজনৈতিক মোড় নিয়েছে, আড়ালে। আমার মতো অনেক আর্জেন্টিনা-ব্রাজিল ভক্ত রাজনৈতিক ময়দানে তাদের প্রিয় দলের জার্সি অবমাননায় ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু কী এসে যায়? ব্যক্তিগত ফুটবল আনন্দ বনাম রাজনীতিতে পক্ষ-বিপক্ষ শক্তি সম্ভবত এই প্রথম বাংলাদেশিদের প্রভাবিত করলো। চিন্তা করে দেখুন, কী গভীর মানসিক ক্ষতের ভেতর আমাদের এই প্রজন্মকে যেতে হচ্ছে। আর্জেন্টিনা এবং ব্রাজিল পূর্ণশক্তি নিয়ে চেষ্টা করবে সেমিফাইনালে উত্তীর্ণ হতে। যার যার দলের পক্ষে ডি মারিয়া, রোমেরো, নেইমার ইনজুরি কাটিয়ে প্রস্তুত। এমনকি হিগুয়েনের প্রেতাত্মা যার উপর ভর করেছে সেই লাউতারো এখন বলছে সেও নাকি এখন ইনজুরিমুক্ত। আহত থাকায় তার নাকি এমন দুরবস্থা। সম্ভবত মেসি ও স্কলানি তাকে আরেকবার শেষ সুযোগ দিতেও পারে। লাউতারো আর্জেন্টিনার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ ইতোমধ্যেই আপনাদের জানা হয়ে গেছে। একইভাবে উদ্বেগের সাথে আমরা দেখবো ১০ ডিসেম্বরে আওয়ামী বনাম বিএনপির রাজপথের খেলা। মজার ব্যাপার হলো, দুই দলেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা নিজেদের মধ্যে... কী করবে? আগের রাতে কে জিতলো কে হারলো কে ভালো খেললো তা নিয়ে আড্ডাবাজি করবে? লেখক ও চিকিৎসক